দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৬তম বছরে পদার্পন করল। এ উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রতিদিনের বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ আহসানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি শেখ মো. ইউনুস, জেলা বিএনপির সদস্য অহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শাহ আলম টুকু, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এ সাদ্দাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, জেলা ক্যাব সভাপতি বাবুল সরদার, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি নীহার রঞ্জন সাহা, সহ-সভাপতি এস এম রাজ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সংগঠক মো. আব্দুল্লাহ আল রুমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
বক্তারা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রশংসা করেন এবং পত্রিকাটির নিরপেক্ষ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তারা গণমাধ্যমের বর্তমান ও ভবিষ্যতের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের স্বার্থে সংবাদপত্রের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ প্রতিদিন দীর্ঘ বছর ধরে পাঠকপ্রিয়তার শীর্ষে থাকার গৌরব অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে পত্রিকাটির সম্পাদনার সাথে জড়িত সাংবাদিক ও মালিক পক্ষকেও ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে দোয়া মাহফিলে বাংলাদেশ প্রতিদিনের সাফল্য কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকলের জন্য ইফতারের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/আশিক