এতিম শিশুদের নিয়ে নওগাঁয় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দেশের সর্বাধিক প্রচারিত ও পাঠক প্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ রবিবার সন্ধ্যায় নওগাঁ শহরের ভবানীপুর দারুল উলুম নুরুল হেদায়া হাফেজিয়া মাদরাসায় ইফতার মাহফিলে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি এএসএম রায়হান আলম, সহ-সভাপতি ও খবরপত্রের জেলা প্রতিনিধি মীর মোশারফ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা, অর্থ সম্পাদক আবু রায়হান রাসেল, জেলা প্রেসক্লাবের সদস্য ও ডেইলী অবজারভারের জেলা প্রতিনিধি ওবায়দুল হক, জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রথম আলোর জেলা প্রতিনিধি ওমর ফারুক, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি সোহেল রানা, দেশ সংবাদ এর জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রনক উপস্থিত ছিলেন।
ওই মাদরাসার হুজুর আলহাজ্ব হাফেজ আব্দুল গনি ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল