দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী নেতৃবৃন্দ। শনিবার রাতে নগরীর আসকার দীঘির পাড় এলাকার কর্ণফুলী টাওয়ারে বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো অফিসে তারা এই শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজমুদার নাজিম উদ্দিন, ডেপুটি ব্যুরো প্রধান মুহাম্মদ সেলিম।
জামায়াতে ইসলামীর পক্ষে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান এলাহী, খুলশী থানা সেক্রেটারি মাওলানা আমান উল্লাহ আমান, কোতোয়ালী থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জুবায়ের, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ, নগর জামায়াতের অফিস বিভাগের দায়িত্বশীল আবদুল মতিন প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল