বাংলাদেশ প্রতিদিনের ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে ময়মনসিংহ নগরীর একটি এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদরাসার হুজুর মাওলানা মুফতি নাজমুল ইসলামের নেতৃত্বে রাজনীতিক ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
নগরীর বাইপাস এলাকার হাক্কানী মসজিদের কাছে অবস্থিত মাদ্রাসা আবু যর গিফারী (রাযি.) ও ইয়াতিমখানায় ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাঈমুল করিম লুইন ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অনেক আগেই মানুষের মনে জায়গা করে নেওয়ার উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশ প্রতিদিন। ভবিষ্যতেও এই পত্রিকাটি সাদাকে সাদা ও কালোকে কালো বলে মানুষের মনে আরও জায়গা করে নেবে। তৃণমূলে প্রতিটি মানুষের দুঃখ-দুর্দশা, সেই সাথে সমস্যা ও সম্ভাবনাও প্রতিনিয়ত তুলে ধরবে—এমনটাই বিশ্বাস বাংলাদেশ প্রতিদিনের প্রতি।
পরে বাংলাদেশ প্রতিদিন, বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল