দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে কক্সবাজারে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৪ টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের মাঠে কক্সবাজার জেলা প্রতিনিধি হাসানুর রশীদের নেতৃত্বে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, কক্সবাজার প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক এনটিভি প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, বাংলানিউজ প্রতিনিধি নুরুল ইসলাম হেলালী, দৈনিক হিমছড়ির নির্বাহী সম্পাদক হুমায়ুন সিকদার, গাজী টিভির প্রতিনিধি ওমর ফারুক হিরু, বণিকবার্তার প্রতিনিধি ছৈয়দ আলম, সাংবাদিক সংসদের সভাপতি আজিজ রাসেল, সি-সিউজের প্রধান নির্বাহী শাহেদ মিজান, কুতুবদিয়া প্রতিনিধি মিজানুর রহমান, মিশু দাশ গুপ্ত ও মোহাম্মদ ফরিদ ।
বিডি প্রতিদিন/নাজমুল