ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দুই শতাধিক এতিম ও অসহায় শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই সাথে সকলের জন্য সাহরিরও ব্যবস্থা করা হয়।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের জামিয়া আরাবিয়া নুরে মদিনা ক্বওমী এতিম মাদ্রাসায় দুই শতাধিক এতিম শিশু ও অসহায়দের নিয়ে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।
ইফতারের পূর্ব মূহুর্তে মাদ্রাসার পরিচালক ক্বারী মোহাম্মদ আব্দুল মমিন মোনাজাতে বাংলাদেশ প্রতিদিনের কল্যাণ ও উন্নতি কামনা করেন।
মোনাজাত শেষে এতিম শিশুদের সঙ্গে ইফতারে অংশ নেন বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটু, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বিডি প্রতিদিন/নাজমুল