নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সকলের মঙ্গল কামনায় রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় শহরের একটি মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা ঘটে। সবাই উৎসবমুখর পরিবেশে ইফতার মাহফিলে অংশ নেন এবং বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, "বাংলাদেশ প্রতিদিন একটি পাঠকপ্রিয় পত্রিকা। অল্প সময়ের মধ্যেই এটি পাঠকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। আশা করি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।"
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, "বাংলাদেশ প্রতিদিন শুরু থেকেই পাঠকের মনে জায়গা করে নিয়েছে। ভবিষ্যতেও তারা এই অবস্থান ধরে রাখবে বলে আমি আশাবাদী।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ। উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, খেলাফত মজলিস নেতা শিব্বির আহমেদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমি, সাংবাদিক মজিবুল হক পলাশ, আফজাল হোসেন পন্টি, সৈকত আশিক, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মাসুম, সাংবাদিক আবু আল আমিন খান মিঠু, সৌরভ হোসেন সিয়াম, ফখরুল ইসলাম, নিউজ২৪ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ সুমন, মজিবুর রহমান, মাজহারুল ইসলাম, মেহেদী হাসান সজীব, রাশেদুল ইসলাম রাজু, সাবিত আল হাসান, আল আমিন প্রধান, শরীফুল ইসলাম তনয়, আশরাফুল আলম নিরব, নাহিন মোজতবা সোহান।
পাশাপাশি আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সভাপতি অ্যাডভোকেট এমএসএ মনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/আশিক