১৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে সিলেটের বিশ্বনাথে দেশসেরা দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের একটি পার্টি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ‘নিখোঁজ’ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সংবাদপত্রের কাছে আমাদের দেশ ও জাতির প্রত্যাশা থাকে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচার করা। সাংবাদিকরা যেন নির্ভয়ে সত্য উদঘাটন করতে পারেন এবং বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করেন। ‘বাংলাদেশ প্রতিদিন’ সব সময়ই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে।”
তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন কালো আইনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল। সাংবাদিকরা তখন মুক্তভাবে সবকিছু প্রকাশ করতে পারেননি। এখন আমরা সে পরিস্থিতি থেকে উত্তরণ হয়েছি। সাংবাদিকরা যাতে সত্য ঘটনা তুলে ধরতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা।
‘বাংলাদেশ প্রতিদিন’-এর বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ-এর সভাপতিত্বে এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিএনপির সাধারণ সম্পাদক আবদুল বাছিত বকুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রব সরকার, পৌর যুবদল সদস্য ওয়াসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ।
পরে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিআরডিবি চেয়ারম্যান হাসান মাহমুদ রিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য কামরুল ইসলাম, রাজা মিয়া, কামরুল হাসান, আবদুল্লাহ, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আবদুন নুর তুষার, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসাইন।
বিডি প্রতিদিন/আশিক