গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত ৩শত মেধাবী শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষককে আজ বৃহস্পতিবার সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোটালীপাড়ার শিক্ষার্থীদের সংগঠন 'পূর্বাভাস' এর আয়োজনে পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের রিসার্চ অনুবিভাগের মহাপরিচালক অরুণ কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন। এর আগে সকল শিক্ষার্থী ও শিক্ষকদেরকে সংগঠনটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সংগঠনটির সভাপতি আশিক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় পুলিশের এডিশনাল এসপি নিশাত রহমান মিথুন, ওসি আবুল কালাম আজাদ, জে কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি কামরুজ্জামান শিক্দারসহ সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পূর্বাভাসের সভাপতি আশিক খান বলেন, কিশোর কবি সুকান্তের একটি কবিতার নাম পূর্বাভাস। এই কবির বাড়ি আমাদের এই কোটালীপাড়া। তাই তার কবিতার নামানুসারে আমরা এই সংগঠনের নামকরণ করেছি। এটি মূলত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। অনেকে আবার ভর্তির সুযোগ পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করে থাকি।
বিডি প্রতিদিন/জামশেদ