ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আবু তালেব (২৫) নামের এক যুবককে লোহার রড় দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিক্ষরা। এসময় ছবেদ আলী নামে আরও একজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার কাশিপুর বেঁদেপল্লীতে এ ঘটনা ঘটে।
নিহত আবু তালেব কাশিপুর বেঁদেপল্লীর মৃত আয়ুব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গত রাত ৩টার দিকে কাশীপুর গ্রামের বেদে পল্লীতে আবু তালেবের বাড়িতে গিয়ে ডাকা ডাকি শুরু করে একই গ্রামের রুবেল হোসেন। সে সময় আবু তালেব বাইরে বের হওয়া মাত্রই প্রতিপক্ষ রুবেল পূর্ব শত্রুতার জেরে লোহার রড় দিয়ে বেধড়ক পিটিয়ে ও লোহার ছুচালো অংশ দিয়ে বুকে আঘাত করে। ওই সময় ঠেকাতে গিয়ে তালেব হোসেনের শ্বশুর ছবেদ আলীকেও আঘাত করে। সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রুবেল হোসেনকে আটক করে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত