১৬ বছরে পদার্পণ উপলক্ষে নরসিংদীতে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রতিদিনের নরসিংদী কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের মিলনমেলা বসে। আলোচনা সভা, আড্ডা ও মিলনমেলায় উঠে আসে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরের সাফল্যের নানা গল্প। পরে পত্রিকাটির ধারাবাহিক সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনটিভি ও যুগান্তরের সাংবাদিক বিশ্বজিৎ সাহা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আরটিভির সাংবাদিক মোরশেদ মাহরিয়ার, দৈনিক প্রথম আলোর সাংবাদিক প্রণব দেবনাথ, দেশ টিভির সাংবাদিক আকরাম হোসেন, নিউজ টুয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি মো. হৃদয় খান, নরসিংদী কাগজের বার্তা সম্পাদক খায়রুল আলম, দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সাংবাদিক সুজন বর্মণ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি তন্ময় সাহা, আমার দেশ পত্রিকার প্রতিনিধি আজিজুল ইসলাম, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি শামিম এবং আরও একঝাঁক নবীন ও প্রবীণ সাংবাদিক।
বক্তারা বলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন দীর্ঘ ১৫ বছর ধরে পাঠকদের আস্থা অর্জন করে সর্বাধিক প্রচারিত দৈনিক হিসেবে নিজস্ব অবস্থান ধরে রেখেছে। দেশের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে পত্রিকাটি। ভবিষ্যতেও বাংলাদেশ প্রতিদিন জনগণের কথা তুলে ধরে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বিডি প্রতিদিন/আশিক