বাংলাদেশ প্রতিদিন ১৬ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে লালমনিরহাটে আয়োজন করা হয় এক বিশেষ ইফতার মাহফিল ও আলোচনা সভা। শনিবার সন্ধ্যায় লালমনিরহাট এলজিইডি হলরুমে আয়োজিত এই ইফতার মাহফিল ও আলোচনা সভায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি ফিরোজ হায়দার লাভলু ,
জেলা বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক এডভোকেট মহিউদ্দিন লিমন, জেলা বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান প্রামানিক, লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান লাডলা,সাংগঠনিক সম্পাদক বাংলাভিশন এর সাংবাদিক মেহেদী হাসান জুয়েল, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি শরিফুল ইসলাম রতন, মাই টিভির জেলা প্রতিনিধি মাহফুজ সাজু, নিউজ 24 এর জেলা প্রতিনিধি রবিউল হাসান, সংবাদের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান সরকার, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এজেন্ট আব্দুল হাকিমসহ বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের লালমনিরহাট জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ প্রতিদিনের সাফল্য, নিরপেক্ষ সাংবাদিকতা ও ভবিষ্যৎ পথচলা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দৈনিকটি শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে।
বিডি প্রতিদিন/এএ