দেশের শীর্ষ জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৬ বছরে পদার্পণ উপলক্ষে পাবনায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের টিংকু লেনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদের সভাপতিত্বে এবং পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, সিনিয়র সাংবাদিক মির্জা আজাদ, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জা, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, কল্যাণ সম্পাদক কলিট তালুকদার, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, পাবনা লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক সুমন, পাবনা ড্রামা সার্কেলের সাবেক সেক্রেটারি সরোয়ার মোর্শেদ উল্লাস, দৈনিক দেশ রূপান্তর ও এটিএন নিউজের সাংবাদিক রিজভী জয়, বৈশাখী টেলিভিশনের মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী আসলাম হোসেন, সমাজসেবক আব্দুল হালিম ও মেহেদী হাসান।
বক্তারা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রশংসা করে নিরপেক্ষ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তারা গণমাধ্যমের বর্তমান ও ভবিষ্যতের ভূমিকা নিয়েও আলোচনা করেন। বক্তারা বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের স্বার্থে সংবাদপত্রের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় দীর্ঘদিন ধরে বাংলাদেশ প্রতিদিন পাঠকপ্রিয়তার শীর্ষে থাকার বিষয়টি উল্লেখ করে ভবিষ্যতে এ সাফল্য অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস দেন।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার করা হয়।
বিডি প্রতিদিন/আশিক