হবিগঞ্জে আলোচনা সভা ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে ‘দেশের সর্বাধিক প্রচারিত’ দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এরই মধ্য দিয়ে পাঠকপ্রিয় এই পত্রিকাটি দেড় দশক পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়াতনে ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
আলোচনা সভায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়ার চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার সম্পাদক শাবান মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগার, ৭১ টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরী ও দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর।
অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক মুজিবুর রহমান, বাংলা নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বদরুল আলম, এখন টিভির হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার, দৈনিক আজকের পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি সহিবুর রহমান, দীপ্ত টিভির হবিগঞ্জ প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়, দৈনিক আমার সংবাদ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি মীর আব্দুল কাদির, দৈনিক সময়ের আলোর হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ সালিক, দেশ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আমির হামজা, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার শাওন খান প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ জামাল আহমেদ ফয়সল ও হাফেজ তাহসিন আহমেদ চৌধুরী।
বিডি প্রতিদিন/হিমেল