চাঁদপুরে ছোটবেলার দুষ্ট আল-আমিন এখন কমেডিয়ান ‘গোল্ডেন বয়’। তার নেতৃত্বে সুন্দর সমাজ গঠনে কাজ করতে পেরে স্বস্তির কথা জানান সদস্যরা।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সাহেবগঞ্জ গ্রামের শাহজাহান শেখ ও মনোয়ারা বেগমের এক ছেলে এক মেয়ের মধ্যে বড় সন্তান আল-আমিন। পৈতৃক সম্পত্তি থাকলেও তা আছে স্বজনদের দখলে। ছোটবেলায় আল-আমিন ছিল দুষ্ট প্রকৃতির। একটু বড় হলে লেখাপড়া ছেড়ে যোগ দেয় টাইলস মিস্ত্রির কাজে। অল্প সময়ের মধ্যে শুরু করেন টাইলস মিস্ত্রির ঠিকাদারি কাজ। ধুলাবালির কবলে পড়ে অসুস্থ হয়ে ছেড়ে দেন এই ঠিকাদারি কাজ। এরপর মনে দোলা দেয় কমেডি কনটেন্ট তৈরির আকাক্সক্ষা। প্রবল ইচ্ছাশক্তিতে ইউটিউব দেখে দেখে পুরো শরীরে গোল্ডেন কালারের পোশাক ও গায়ে রং মেখে কমেডির মাধ্যমে শুরু করেন ট্রাফিক সিগন্যাল, যেখানে সেখানে ময়লা ফেলা নিষেধ, পথশিশু ও বিভিন্ন স্পটে অবহেলিত বয়স্কদের সেবায় এগিয়ে আসা, শব্দদূষণ পরিহার, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার-প্রচারণাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ। তার অভিনয় নজরে পড়ে গণমাধ্যমসহ সর্বস্তরে। অল্প সময়ের মধ্যে আল-আমিন উপাধি পেয়ে যান ‘গোল্ডেন বয়’।
গোল্ডেন বয় আল-আমিন বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্ব-উদ্যোগে একঝাঁক তরুণ-তরুণী নিয়ে গড়ে তোলেন নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে যার সদস্য সংখ্যা ৫০ জন। এদের অধিকাংশই ছাত্রছাত্রী। বর্তমানে আল-আমিন সপ্তাহে শুক্র ও শনিবার দুই দিন সমাজে স্বেচ্ছাসেবী কাজগুলো সদস্যদের নিয়েই করছেন। তিনি শহরের ময়লা-আবর্জনা পরিষ্কারে প্রয়োজনীয় সরঞ্জাম জোগান দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের সদস্য ইয়াছিন খান নয়ন ও মিতু আক্তার জানান, আল-আমিনের নেতৃত্বে ফাউন্ডেশনের সদস্য হয়ে সমাজসেবামূলক কাজ করতে পেরে সার্থক বলে মনে করি। তবে পরিবেশ ও সমাজকে সুন্দর রাখতে নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনটির কার্যক্রম এক জেলা থেকে অন্য জেলায় ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা ফাউন্ডেশন সদস্যদের। গোল্ডেন ফাউন্ডেশনের উপদেষ্টা আজমল হোসেন মিরন বলেন, পরিবেশের সৌন্দর্য বজায় রাখতে ব্যবসার পাশাপাশি ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে কাজ করতে পেরে এই ব্যবসায়ী স্বস্তির কথা জানান।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত বলেন, এ সংগঠনটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পরিবেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এই নির্বাহী কর্মকর্তার।