ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের প্রভাষক আদিব শাহরিয়ার জামানকে মারধরের ঘটনায় ‘মিরপুর সুপার লিংক’ (৩৬ নম্বর) বাসের চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।
গতকাল দুপুরে মিরপুর ১১ নম্বর বাস স্টপেজে ওই শিক্ষককে মারধর করা হয়েছে বলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করার পর সন্ধ্যার দিকেই তাদের আটক করে পল্লবী থানা পুলিশ।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাঞ্ছিত ও মারধরের শিকার হওয়ার বর্ণনা দিয়ে ওই শিক্ষক বলেন, দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের অ্যাডমিশন এক্সাম ডিউটি শেষ করে নিউমার্কেট থেকে মিরপুরে যাওয়ার জন্য মিরপুর সুপার লিংক (৩৬ নম্বর) বাসে ওঠেন তিনি। বাসটি মিরপুর ১০-এ সিগন্যালে ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে থাকা নিয়ে তাঁর বাগবিতণ্ডা হয় বাসচালক ও হেলপারের সঙ্গে। একপর্যায়ে তারা তাঁকে লাস্ট স্টপেজে নিয়ে পেটানোর হুমকি দেয়। এমনকি তারা অন্য যাত্রীকেও জায়গা মতো নামতে দিচ্ছিল না। এতে রাগারাগি করে তিনি মিরপুর ১১ নম্বরের কাছে বাস থামাতে বাধ্য করলে বাসচালক ও হেলপার তাঁর সঙ্গে নামে। বাসচালক একটি বাঁশ জোগাড় করে তাঁর মাথায় আঘাত করে, পেটে লাথি দেয় এবং পরনের টি-শার্ট টেনে ছিঁড়ে ফেলে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। বিকালে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আজিমপুর বাসস্ট্যান্ড থেকে মিরপুর লিংক-এর ৫টি বাস ক্যাম্পাসে নিয়ে আসে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিরপুরে বসবাসকারী শিক্ষার্থীরাও মিরপুর লিংক-এর ৬টি বাস আটকে দেয়। শিক্ষার্থীদের চাপের মুখে বাসচালক ও হেলপারকে আটক করে পল্লবী থানা পুলিশ। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে যে চালক মারধর করেছে তার নাম সেলিম। বাস নম্বর ৭৬০৪। বাস মালিকের নাম হাসান।