রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুরে গ্রেপ্তাররা হলেন মো. রুবেল, সুমন মুন্সি, আমিনুল ইসলাম, আবদুর রহমান, মলি ও পিয়ারী। এর মধ্যে দস্যুতা মামলায় দুজন, মাদক মামলায় একজন, ডিএমপির মামলায় দুজন এবং সাজাপ্রাপ্ত পরোয়ানার আসামি একজন রয়েছেন। একই দিনে আদাবরে অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. রিপন, বিল্লাল, ফিরোজ, মো. ইমরান হোসেন, মো. আনোয়ার হোসেন ও ইমদাদুল মোল্লা। এদের মধ্যে তিনজন ছিনতাইকারী রয়েছেন। বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল এসব তথ্য জানান ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান।