চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে তার গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহকর্মী পরীমণির বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় অভিযোগ করেছেন। জানা গেছে, পরীমণির এক বছরের দত্তক মেয়ের খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন তিনি। এ ঘটনায় গত বৃহস্পতিবার পিংকি আক্তার নামে ওই গৃহকর্মী থানায় অভিযোগ দেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, চিত্রনায়িকা পরীমণির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি অভিযোগ করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। প্রসঙ্গত, এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরীমণির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে।