কুমিল্লার লাকসামে তুচ্ছ ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করা হয়েছে। উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বেশ কিছুদিন আগে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা বেলাল মেম্বারের বাড়ির পাশে স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন একটি ব্যানার টানান। ওই ব্যানারটি কেউ ছিঁড়ে ফেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতা এমরান ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনাস্থলে গিয়ে গালাগাল করেন। এ সময় ঘরে ফিরছিলেন ছুটিতে আসা বেলাল মেম্বারের ভাই পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন। দার টর্চের আলো দূর থেকে এমরানের চোখে পড়ে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এমরানের লোকজন সাদ্দামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা সাদ্দামকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
সাদ্দাম জানান, কোনো কারণ ছাড়াই এমরানের নেতৃত্বে ২০-২২ জন লোক তাদের পরিবারের ওপর হামলা চালায়। এতে তিনিসহ পরিবারের পাঁচ সদস্য আহত হন। এ ব্যাপারে অভিযুক্ত এমনরানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, পুলিশ ও সেনাবাহিনী ওই এলাকায় অভিযান চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।