পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারগুলোতে। অলিগলিতে নেই ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা। হাতে গোনা কিছু দোকান খুললেও সেখানে সবজির পরিমাণ দেখা গেল কম। বেশির ভাগ সবজির দাম কেজিপ্রতি ৮০ টাকার বেশিতে বিক্রি হচ্ছে। তবে মুরগির দাম কিছুটা কমেছে। ঈদের পরে ৪০ টাকা কমে ব্রয়লায় এখন ১৯০ টাকায় মিলছে। এ ছাড়া স্বস্তি রয়েছে আলু, পিঁয়াজ, রসুনের দামে। ব্যবসায়ীরা জানান, বাজারে পণ্যের সরররাহ বাড়েনি। এ ছাড়া বিক্রিও কম হচ্ছে। তবে সরবরাহ ঠিক হলে সবজির দাম কমবে। গতকাল রাজধানীর খিলক্ষেত, জোয়ার সাহারা ও মহাখালী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি। লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা, গোল বেগুন ৮০-১০০ টাকা, শিম ৬০-৮০ টাকা, টমেটো ৪০-৫০, করলা ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া চিচিঙ্গা ৭০-৯০ টাকা, ঢ্যাঁড়স ৭০-৮০ টাকা, মান ও সাইজভেদে লাউ ৫০-৮০ টাকা, শসা ৬০-৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা গেল সপ্তাহজুড়ে প্রায় একই দামে বিক্রি হয়েছে। এ ছাড়াও শাকের মধ্যে পাট শাকের আঁটি ২০-৩০ টাকা, ডাঁটা শাক ১৫-২০ টাকা, পালং ১৫-২০ টাকা, লাউ শাক ৩০-৪০, লাল শাক ১৫-২০ টাকা আঁটি বিক্রি হচ্ছে। তবে বাজারের দোকানের তুলনায় ভ্যানে কিংবা ফুটপাতের দোকানগুলোতে প্রত্যেক সবজির দাম ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে। এদিকে প্রতি কেজি দেশি পিঁয়াজ ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। নতুন দেশি রসুন ৮০-১০০ টাকা ও দেশি আদা ১৫০-২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে বাড়তি রয়েছে আমদানি করা আদা রসুনের দাম।
বিক্রেতারা বলছেন, ঈদের ছুটির কারণে বাইরে থেকে খুব বেশি পণ্য আসছে না। তাই দোকানে দাম বাড়তি। এ কারণে খুচরা বাজারে কিছুটা দাম বেড়েছে। তবে সামনে সপ্তাহে দাম কমার সম্ভাবনা রয়েছে।
এসব বাজারে সোনালি কক মুরগি কেজিতে ১০ টাকা কমে ৩২০ এবং সোনালি হাইব্রিড ২৯০ টাকায় বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি ৩০০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা, দেশি মুরগি ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে যা এক সপ্তাহ আগেও ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হয়েছে। গরুর মাংস কেজি প্রতি ৭৮০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১১৫০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়, হাঁসের ডিম ২২০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে মাছের বাজার স্থিতিশীল রয়েছে। এসব বাজারে প্রতি কেজি রুই মাছের দাম (আকারভেদে) ৩২০ থেকে ৪৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৮০০ থেকে ১০০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকায়, চাষের পাঙাশ ২০০ থেকে ২৩০ টাকায়, চিংড়ি আকারভেদে প্রতি কেজি ৭৫০ থেকে ১২০০ টাকায়, বোয়াল মাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৩৫০ থেকে ৪৫০ টাকায়, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকায়, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ২২০ টাকায়, কৈ মাছ ২২০ থেকে ২৩০ টাকায়, মলা ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।