মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ বিশ্বব্যাপী উদ্বেগের সৃষ্টি করার পর, জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) শুক্রবার বলেছে, বর্ধিত বৈশ্বিক বাণিজ্য শুল্ক সবচেয়ে দুর্বল এবং দরিদ্র মানুষদের ক্ষতি করবে।
আঙ্কটাডের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান এক বিবৃতিতে বলেছেন, এর ফলে বাণিজ্য অস্থিরতা ‘দুর্বল এবং দরিদ্রদের ক্ষতি করবে। বাণিজ্য যেন অস্থিরতার আরেকটি উৎস হয়ে না ওঠে। এটি উন্নয়ন এবং বিশ্বব্যাপী প্রবৃদ্ধির জন্য কাজ করবে।’
বুধবার ট্রাম্প বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন, যার ফলে চীনও প্রতিশোধ নিতে বাধ্য হয় এবং অন্যান্য দেশও এর ঝুঁকি বাড়ায়। যা বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
গ্রিনস্প্যান আরো বলেছেন, ‘আজকের চ্যালেঞ্জগুলো প্রতিফলিত করার জন্য বিশ্বব্যাপী বাণিজ্য নিয়মগুলো বিকশিত হতে হবে। তাহলে তাদের অবশ্যই ভবিষ্যদ্বাণীর যোগ্যতায় সবচেয়ে ঝুঁকিপূর্ণদের রক্ষা করে। এখন সহযোগিতার সময়, উত্তেজনা বৃদ্ধির নয়।’ -বাসস
বিডি-প্রতিদিন/শআ