বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ নতুন মামলায় আট হেভিওয়েটকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক মামলায় সাবেক দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ চারজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। বাকি তিনজন হলেন- এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতি ও সাবেক এমপি শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) সোহেল মুরাদ।
গতকাল আসামি এনাম, নজরুল ও জ্যোতিকে কারাগার থেকে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে তোলা হয়। এরপর সাভার থানার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় ডা. এনামুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া এনামকে আরও পাঁচ পৃথক মামলায় গ্রেপ্তার দোখানো হয়। অন্যদিকে ধানমন্ডি থানা ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় নজরুল ইসলাম মজুমদারকে পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া ধানমন্ডি থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত। এদিকে তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি শামীম রেজাকে হত্যাচেষ্টায় রাজধানীর উত্তরা পূর্ব থানার মামলায় শেখ হেলাল উদ্দীনের পিএস সোহেল মুরাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত।
হত্যা মামলায় কারাগারে এসপি তানভীর সালেহীন : রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানার আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
গতকাল সন্ধ্যায় আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে মামলার মূল নথি না থাকায় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে সারদার পুলিশ একাডেমি থেকে আটক করে।
নতুন মামলায় গ্রেপ্তার আট হেভিওয়েট : বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ নতুন মামলায় আট হেভিওয়েটকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। অন্যরা হলেন- সাবেক এমপি ডা. এনামুর রহমান, বরগুনা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়াল, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম ও ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন সকালে কারাগার থেকে তাদের আদালতে হাজির করে পুলিশ। এর পর মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন। সিএমএম আদালতে গুলশান থানার অস্ত্র মামলা ও উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগারওয়াল, বাড্ডা থানার হত্যাচেষ্টা মামলায় নজরুল ইসলাম মজুমদার, পল্লবী থানার মো. আবিদ হত্যাচেষ্টা মামলায় কামাল আহমেদ মজুমদার, যাত্রাবাড়ী থানার মনজুরুল ইসলাম জিসান হত্যাচেষ্টা মামলায় সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়।
সিজেএম আদালতে আশুলিয়া থানার এক হত্যা মামলায় ডা. এনামুর রহমান, বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে এবং আরেক মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া সাভার থানার আরও ছয় মামলায় এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়।
গতকাল আসামিদের ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালতে শুনানির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখন সাংবাদিকরা তাদের ছবি তুলতে এবং ভিডিও করতে যান। তা দেখে চটে যান সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তিনি বলেন, ‘ব্যাডা, এত ছবি উঠাও। কোনো কাম নাই। একবার উঠালেই তো হয়। এত ছবি দিয়ে কী হবে।’