বরাবরের মতো এবারের ঈদে সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও থাকছে একের পর এক চমকপ্রদ কনটেন্ট, যা দর্শকদের ঈদ আনন্দকে আরও রঙিন করে তুলবে।
হাউ সুইট
যারা রোমান্টিক কমেডি পছন্দ করেন তাদের জন্য ঈদে বঙ্গতে মুক্তি পাচ্ছে কাজল আরেফিন ওমির পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এ ওয়েব ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এছাড়া তাদের পাশাপাশি আরও অভিনয় করেন পাভেল, সুষমা সরকার, আরফান মৃধা শিবলুসহ অনেকেই।
জিম্মি
এদিকে ঈদ উপলক্ষে সম্প্রতি হইচইতে মুক্তি পেয়েছে আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’। এ সিরিজে প্রধান চরিত্র রুনা লায়লার ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। যিনি অভিনয় করেছেন নিম্নপদস্থ এক সরকারি কর্মকর্তার চরিত্রে। গত ১০ বছরেও পদোন্নতি পাননি তিনি। এ সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলু, মুনিরা বেগম মিমি, শাহাদত শিশির।