ফের মুখোমুখি হয়েছেন অপুবিশ্বাস ও শবনম বুবলী। তাদের সাবেক স্বামী নায়ক শাকিব খানের জন্মদিন গেল শুক্রবার। জন্মদিনে দুজনই শাকিবকে নিয়ে তাদের ফেসবুক পেজে প্রায় প্রতিযোগিতা দিয়েই নিজ নিজ পোস্ট দিয়েছেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলীকে বিয়ে করেছিলেন শাকিব। দুই নায়িকারই সন্তানের বাবাও হয়েছেন তিনি। কিন্তু কারও সঙ্গেই স্থায়ী হয়নি সংসার। ঘটে গেছে বিবাহবিচ্ছেদ। বর্তমানে অপু বিশ্বাস-বুবলী দুজনই অতীত ঢালিউড সুপারস্টারের স্ত্রী। তাই বলে কী তার ওপর থেকে ভালোবাসা কমেছে স্ত্রীদের? মোটেও নয়। এ জন্যই তো এবার শাকিব খানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভাসালেন অপু-বুবলী। শুক্রবার শাকিব খানের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়া ফেসবুকে সিনেমার দৃশ্যে দুজনার একটি ফ্রেম পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ এর পরই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘আমার শাহরুখ খান।’ এদিকে সাবেক স্বামীর প্রতি ভালোবাসার কথা জানাতে বাদ রাখেননি চিত্রনায়িকা শবনম বুবলীও। এ নায়িকা ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান।’ এর মাঝে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।