‘কৃষ-৪’ আসছে। আর অবশ্যই ‘কৃষ’ হয়ে ফিরছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। এর চেয়েও বড় খবর, সিনেমাটিতে অভিনেতার পাশাপাশি নির্মাতার ভূমিকায়ও পাওয়া যাবে তাঁকে। ‘কৃষ-৪’ দিয়েই পরিচালনায় অভিষেক হচ্ছে হৃতিকের। ‘কৃষ’ বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি।
২০০৩ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘কোই...মিল গ্যায়া’, ২০০৬ সালে আসে দ্বিতীয় কিস্তি ‘কৃষ’। ২০১৩ সালে মুক্তি পায় সবশেষটি
‘কৃষ-৩’। এরপর এক যুগ পার হয়েছে, কিন্তু এই ‘কৃষ-৪’ আর নির্মাণ হয়নি।
‘আমি এবার ‘কৃষ-৪’ নির্মাণের দায়িত্ব আমার সন্তান হৃতিক রোশনের হাতে তুলে দিয়েছি। নতুন সময়ের দর্শকের জন্য সে কীভাবে এই ফ্র্যাঞ্চাইজি এগিয়ে নেবে, সে বিষয়ে তার স্পষ্ট ধারণা আছে। সে পরিচালকের চেয়ারে বসতে যাচ্ছে, এটা আমাদের পরিবারের জন্য অনেক বড় ঘটনা’- বলেন রাকেশ রোশন। ২০২৬ সালের শুরুতে ‘কৃষ-৪’ এর শুটিং শুরু হবে। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো জানা যায়নি।