জ্যেষ্ঠ অভিনয়শিল্পীরা কাজ কমিয়ে দেওয়ায় সেই জায়গা নিয়েছেন নতুন প্রজন্মের ফারহান জোভান, তৌসিফ মাহবুব, মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, নিলয়, হিমি, তানজিন তিশা, স্পর্শিয়া, তটিনী, ইয়াশ রোহান, খায়রুল বাসার, নাজনিন নিহা, আরশ খান, পার্থ শেখ, নওবা তাহিয়া, প্রান্তর দস্তগীর, নিদ্রা, নিহা, সামিরা মাহি, তানিয়া বৃষ্টি প্রমুখ। এবার ঈদে সর্বাধিক নাটকের জুটি হিসেবে দেখা যাবে নিলয় আলমগীর ও হিমিকে। এছাড়াও জোভান অনেকের সঙ্গে জুটি হয়ে করেছেন প্রায় এক ডজন নাটক। এদিকে ঈদে তৌসিফ মাহবুবের প্রায় ৭-৮টি নাটক প্রচারিত হবে। ঈদে তৌসিফ যে কয়টা নাটকে অভিনয় করেছেন এর মধ্যে ‘মন দিওয়ানা’য় পরিশ্রম বেশি হয়েছে বলে জানান। নিজের লেখা দুটি নাটক প্রেম ভাই ও প্রহর আসবে এ ঈদে। এবারের ঈদে তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটকের সংখ্যা ১৩-১৪ টি। ঈদে খায়রুল বাসারের ৯টি নাটক প্রচারিত হবে। পারিবারিক ও রোমান্টিক গল্পের নাটকে কাজ বেশি করেছেন তিনি। অন্যদিকে আরশ খান ৭-৮টি নাটকে কাজ করেছেন। মুশফিক আর ফারহান করেছেন ৫-৬টি নাটক। টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে সামিরা খান মাহির ৭-৮টি নাটক প্রচারিত হতে পারে। তার মধ্যে ভালোবাসা দিবসের জন্য তৈরি কয়েকটি নাটক এ ঈদে প্রচারিত হতে পারে। অভিনেত্রী কেয়া পায়েল অভিনীত ৫-৬টি নাটক প্রচারিত হবে ঈদে। ঈদে জনপ্রিয় জুটি আফজাল-মৌকে নিয়ে চয়নিকা চৌধুরীর নির্মাণ করেছেন ‘কোন একদিন’। ‘ছোট কাকু’ সিরিজে অভিনয় করেছেন ভাবনা। ঈদের বিশেষ চমক হিসেবে থাকছে জোভান-মেহজাবীন চৌধুরী অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড-২.০’। এছাড়াও জাকারিয়া সৌখিনের নির্মাণে অপূর্ব-নিহার ‘মেঘবালিকা’ রয়েছে আলোচনায়। হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় ইরফান-মাহির ‘ঘরেই থাক ঘরের কথা’ নাটক প্রচার হবে। আরও রয়েছে তৌসিফ মাহবুব-তটিনীর ‘প্রেম ভাই’, ‘ব্রেকিং নিউজ’ ও ‘মন দিওয়ানা’, তৌসিফ মাহবুব-নাজনীন নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, জোভান-তটিনীর ‘ফিরে দেখা’ ও ‘প্রিয় প্রিয়সিনী’, মুশফিক ফারহান-কেয়া পায়েল-মীর রাব্বির ‘বাজি’, মুশফিক ফারহান-সাদিয়া-শরাফ আহমেদ জীবনের ‘লাইজু’, মুশফিক ফারহান-স্পর্শিয়ার ‘শেষটা তুমি’, জোভান-কেয়া পায়েল জুটির ‘বান্টির বিয়ে’, ইয়াশ রোহান-তটিনীর ‘বউয়ের বিয়ে’, জোভান-কেয়া পায়েল ও কিংকর আহসান অভিনীত ‘তুমি যাকে ভালোবাসো’, জোভান-নিহার ‘মেঘের বৃষ্টি’, মুশফিক ফারহান-সাফা কবিরের ‘হাউ কাউ’ প্রভৃতি।