গোপালগঞ্জে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ কলেজছাত্র করিম মুন্সির (২২) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
মৃত করিম মুন্সি সদর উপজেলার সুলতালশাহি গ্রামের হাফিজুর মুন্সীর ছেলে এবং ঢাকার মীরপুরের ঢাকা মডেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অর্নাস প্রথম বর্ষের ছাত্র।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসে মঙ্গরবার (১ এপ্রিল) বেলা দেড়টার দিকে সদর উপজেলার তালা-কেকানিয়া খেয়াঘাট এলাকায় মধুমতি নদীতে ৪ বন্ধু জাল দিয়ে মাছ ধরতে নৌকায় মধুমতি নদীতে যায়। এক পর্যায়ে জালে জড়িয়ে গিয়ে করিম মুন্সী নদীতে পড়ে পানিতে তলিয়ে যায়।
গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিস-এর লিডার নাজমুল ইসলাম জানান, প্রথমে এলাকাবাসী ও পরে মাদরীপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল তাকে উদ্ধারে নদীতে উদ্ধার চেষ্টা চালায়। নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ