রংপুরে ব্যাটারি চালিত ভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্থানীয় পাকারমাথা এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে আশিক (১৬) ও অজ্ঞাত কিশোর (১৭)। এ তথ্য নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি এসএম আতিকুর রহমান।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুরে মোটরসাইকেলে করে দ্রুত বেগে আশিক ও অজ্ঞাত কিশোর বদরগঞ্জের দিকে যাচ্ছিলো। এই এক পর্যায়ে ট্যাক্সেরহাট এলাকায় তারা আসলে বিপরীত দিক থেকে ব্যাটারী চালিত ভ্যানের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আশিক নিহত হন। এ ঘটনায় গুরুতর অজ্ঞাত আরেক কিশোরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
বদরগঞ্জ থানার ওসি এসএম আতিকুর রহমান বলেন, অজ্ঞাত কিশোরের নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
বিডি প্রতিদিন/এএম