গাজীপুরের কাপাসিয়ায় বন্ধ হয়ে যাওয়া ‘আপন-দুলাল’ নাটকটি গতকাল মঞ্চস্থ হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জে উদয়ন কিন্ডারগার্টেন মাঠে নাটকটি মঞ্চায়ন হয়। এতে নরসিংদীর ভেলানগরের ‘দিপ্তি নাট্য সংস্থার’ ১৭ জন ও স্থানীয় চার শিল্পী অংশগ্রহণ করেন। নাটকটির আয়োজক শামসুল হক বলেন, ‘আপন-দুলাল’ একটি গীতিনাট্য। এর মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে।’ কাপাসিয়া থানার ওসি আবদুল বারিক বলেন, ‘নাটকটি শান্তিপূর্ণভাবে মঞ্চায়ন হয়েছে। এলাকাবাসী নাটকটি বেশ উপভোগ করেছেন।’ ওসি বলেন, বেলা সাড়ে ১১টায় নাটক শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে নাটকটি শেষ হয় সন্ধ্যা ৬টায়।’