কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে জেলার ভূরুঙ্গামারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালেকুর রহমান (৩৪) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। ওসি আল হেলাল মাহমুদ বলেন, গত বছর ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।