নারায়ণগঞ্জের বন্দরে ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী তরুণী (২৪) চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল ভুক্তভোগী ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় খোরশেদ আলম (৭০) নামে এক বৃদ্ধকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত খোরশেদ আলম পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার খোরশেদ আলম চার মাস আগে ওই তরুণীকে ধর্ষণ করেন। এতে তরুণীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। চিকিৎসক আল্টাসনোগ্রাফির মাধ্যমে গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হন। এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত খোরশেদ। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মামলার পর থেকে খোরশেদ পলাতক রয়েছেন। নারাতাকে গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।