রাজধানী ঢাকার উত্তরা একটি অভিজাত এলাকা। সুউচ্চ অট্টালিকা আর মনোরম পরিবেশে এখানকার মানুষের বসবাস। পিছিয়ে পড়া সুবিধা ও সেবা বঞ্চিত অগণিত নিম্নবিত্ত পরিবারের মানুষগুলোর ঠাঁই হয়েছে বিভিন্ন বস্তিতে। উত্তরা সেক্টর ১০ এর রানাভোলা বস্তির শিশু ও কিশোর কিশোরীদের মুখে একটু হাসি ফোটাতে, তাদের সাথে একটু ভালোবাসা ভাগাভাগি করতে বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার বন্ধুদের ছিলো প্রাণান্ত চেষ্টা।
গতকাল শুক্রবার বিকেলে শিশু কিশোরদের মাঝে আয়োজন করা হয় নানা রকম খেলাধুলার। গল্প-আড্ডা ও সাংস্কৃতিক পর্বে জমে উঠে সময়। ওদের ভাবনার বাইরে থাকা আয়োজনটি বয়ে আনে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তাদের জন্য আরও বড় চমক নিয়ে আসে যখন আইইউবিএটির বন্ধুরা তাদেরকে পোশাক উপহার দেন। রানাভোলা বস্তির পঞ্চাশ জনেরও শিশু কিশোরের জন্য যেনো দিনটি ছিলো স্বপ্নের মতো।
বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন প্রচার-প্রচারণা সম্পাদক দীপ্ত পাল, অর্থ সম্পাদক নাফিস হাসান, দপ্তর সম্পাদক শাকিল শিকদার, কর্ম ও পরিকল্পনা সম্পাদক হৃদয় পল্লব দাস, কার্যকরী সদস্য আতিকুর রহমান অভি, তরুণ হালদার, অর্পিতা বিশ্বাস এবং সাধারণ সদস্য মেহেদী হাসান সহ আশফাক হোসেন আরিফুল ইসলাম।
আইইউবিএটি শাখার বন্ধুরা বলেন, সমাজের প্রতিটি শিশু কিশোরেরই আদর স্নেহ ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আপনার ইচ্ছেটাই যথেষ্ট। মানবিক সমাজ গড়তে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সুবিধা বঞ্চিত মানুষগুলো আমাদের সমাজে বাস করলেও তারা ভালোবাসা থেকে অনেকটাই দূরে থাকে। তাদের জন্যই আমাদের আজকের এই আয়োজন।