► প্রথম মাতাল : কীরে, তোর আব্বা কই?
দ্বিতীয় মাতাল : আব্বাকে কী দরকার?
প্রথম মাতাল : এই তালগাছটা চাইতে এলাম। এটা দিয়ে একটা হাতের লাঠি বানাতাম।
দ্বিতীয় মাতাল : এই গাছটা আব্বা মেছওয়াক করার জন্য রেখে দিয়েছেন।
► ডাক্তার : লম্বা করে শ্বাস নিন এবং তিনবার নয় বলুন।
রোগী : সাতাশ।
► জুয়েল জরিনাকে খুব ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। এক দিন রাতের বেলা সে জরিনার মোবাইল ফোনে কল করল।
জুয়েল : জরিনা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমাকে তুমি বিয়ে করবে?
জরিনা : হি হি, অবশ্যই সোনা। আমিও তোমাকে খুব ভালোবাসি।
অনেকক্ষণ কথা বলার পর জুয়েল বলল, কালকে একবার দেখা করবে কফি ওয়ার্ল্ডে?
জরিনা : অফকোর্স। বাই দ্য ওয়ে, তুমি কে বলছিলে?
► একটা দাঁত তুলতে কত নেবেন, ডাক্তার সাহেব?
: ১০০ টাকা।
: এটা তো মাত্র দুই মিনিটের কাজ, এর জন্য ১০০ টাকা?
: আপনি চাইলে দুই মিনিটের জায়গায় দুই ঘণ্টা ধরে তুলতে পারি।