বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম সংসদেই হতে হবে। তাই এখন সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়াকে ঘোলাটে করার চেষ্টা করা উচিত নয়। সংস্কারের জন্য যে প্রস্তাবগুলো এসেছে, সেগুলো নিয়ে সংসদে আলোচনা হবে। বিএনপির পক্ষ থেকে ৩১টি সংস্কার প্রস্তাব করা হয়েছে, যা নির্বাচনের পর সংসদে আলোচনা ও বাস্তবায়ন করা হবে। তাই দ্রুত নির্বাচন দিন, যাতে পরবর্তী সংসদে এসব সংস্কার বাস্তবায়নের সুযোগ তৈরি হয়।
আজ শুক্রবার চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে একুশে ফেব্রুয়ারি বইমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দীন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এসএম সাইফুল আলম, এড. আবদুস সাত্তার, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ।
আমীর খসরু বলেন, রাজনীতিতে সহনশীলতা ও সম্মানবোধ থাকতে হবে। ভিন্নমতের প্রতি সম্মান দেখাতে হবে, উচ্ছৃঙ্খলতা চলবে না। শুধু সংস্কার দিয়ে রাজনীতি বদলানো যাবে না, বরং রাজনৈতিক সংস্কৃতিই বদলাতে হবে। যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়, তাহলে সংস্কারের মাধ্যমে কাঙ্খিত পরিবর্তন সম্ভব নয়।
তিনি সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে, যেখানে সহনশীলতা, পারস্পরিক সম্মানবোধ এবং ন্যায়বিচার থাকবে।
বিডি প্রতিদিন/জুনাইদ