বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে। যে বাংলাদেশে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে। সবাই ভাই ভাই হিসেবে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সব বৈষম্যমুক্ত গণতান্ত্রিক একটি দেশ গড়ে তুলব—ইনশাআল্লাহ।’
আজ শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ জগলু রোডে জগলুরের ৩৮তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জেলা বিএনপি, যুবদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে একটি শোভাযাত্রা নিয়ে শহরের জগলু রোডে ছাত্রদল নেতা শহীদ মির্জা আবু রায়হান জগলুর স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। বিগত স্বৈরাচার-ফ্যাসিবাদী সরকার পার্শ্ববর্তী রাষ্ট্রের পায়ের নিচে বাংলাদেশের স্বাধীনতা পিষ্ট করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মূল ভূমিকা পালন করেছে।’
তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ