রাজধানী ঢাকার বাইরে ৪১ জেলার ২ হাজার ৩১০টি জুয়েলারি প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নেই বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সম্প্রতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
বাজুস সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের সই করা ওই চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় কর ও ভ্যাট নিবন্ধনবিহীন অসংখ্য জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে। এর আগে আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে ঢাকা মহানগরীর কর ও ভ্যাট নিবন্ধনবিহীন ২ হাজার ৩৩০টি জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছিলাম। এতে বলা হয়েছে, সরকারের যথাযথ ভ্যাট আদায়ের লক্ষ্যে কর ও ভ্যাট নিবন্ধনবিহীন ৪১ জেলার ২ হাজার ৩১০টি জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা দেওয়া হলো। আশা করছি, এসব জুয়েলারি প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায় এলে সরকারের রাজস্ব আহরণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।