ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ছিটকে পড়ে আবদুল কাইয়ুম (১৮) ও রাকিবুল ইসলাম (২৫) নামে দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে। কাইয়ুম কুমিল্লা জেলার দেবিদ্বারের বাউরা গ্রামের প্রবাসী করিম মিয়ার ছেলে। রাকিবুলের বাড়ি কসবার পৌর এলাকার গুরুহিত গ্রামে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা হলেন- সাকিব (১৮) ও ইমন (২০)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন জানায়, ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ওই চার যুবক টিকটক করছিল। এ সময় ব্রিজের ওপরে থাকা তারে জড়িয়ে ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবদুল কাইয়ুম মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তারেক মারা যান।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।