মোংলা বন্দরের উন্নয়ন ও স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানিসহ ছয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ৪ হাজার ৯৮৫ কোটি ২৫ লাখ টাকা। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে মোংলা বন্দরের উন্নয়নে একটি প্রকল্পের পূর্ত ও পণ্য সরবরাহের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ‘মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় জি-টু-জি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে পণ্য ক্রয় ও কার্য সম্পাদনের কাজটি করবে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি)। এতে ব্যয় হবে ৪ হাজার ৪৬ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার টাকা।
বৈঠকে চলতি মার্চের জন্য স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এক কার্গো এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি চলতি বছরের ১২তম এলএনজি আমদানি। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মেসার্স এক্সিলারেট এনার্জি এলপি এই কার্গো সরবরাহ করবে। প্রতি ইউনিট (এমএমবিটিইউ) ১৪ দশমিক ৩০ ডলার দরে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৬৬৪ কোটি ৪০ লাখ ৪৭ হাজার টাকা।
অন্যান্যের মধ্যে বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক খুলনা বিভাগে ‘বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন’ প্রকল্পের একটি প্যাকেজের তিনটি পৃথক লটের আওতায় তিনটি পৃথক ক্রয় প্রস্তাবে মোট ৭২ হাজার ৮৯৭টি বৈদ্যুতিক খুঁটি (এসপিসি পোল) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া বৈঠকে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রাম সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প’ এর আওতায় কুমিল্লা ও ঈশ্বরদীর ক্লাস্টার টাউন এবং খাগড়াছড়ি শহরে পানি সরবরাহ ও স্যানিটেশনের বিস্তারিত ইঞ্জিনিয়ারিং নকশা প্রণয়নে পরামর্শক নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজে পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে যৌথভাবে- দোহওয়া-দেবকন-আইডব্লিউএম। এতে ব্যয় হবে ৪৪ কোটি ৪১ লাখ ৮৮ হাজার টাকা।