খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার পর নিরাপত্তার স্বার্থে হল ছেড়েছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে ইজিবাইক ও রিকশাভ্যানে করে আবাসিক হল থেকে নিজেদের মালামাল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে যান। এ সময় অনেক উদ্বিগ্ন অভিভাবককে গেটের বাইরে সন্তানের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়। এদিকে সিন্ডিকেটের সভায় অনির্দিষ্টকালের জন্য কুয়েটে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার প্রতিবাদে হলত্যাগের সময়সীমা পার হওয়ার পরও ছয়টি আবাসিক হলে কিছু শিক্ষার্থী অবস্থান করছিলেন। হলে অবস্থানকারী শিক্ষার্থীদের জোরপূর্বক হল ছাড়তে বাধ্য করতে আবাসিক হলের ইন্টারনেট ওয়াইফাই লাইন ও পানি সরবরাহ লাইন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘কুয়েট ১৯’ নামে ফেসবুক পেজে এ-সংক্রান্ত তথ্য প্রচার করা হয়। তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুপুরে বাসভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, হল ভ্যাকান্ট ঘোষণার পরও যারা রয়ে গেছেন আমাদের প্রোভোস্ট, আমার সব শিক্ষকরা চেষ্টা করছেন, ওদের সঙ্গে কথা হচ্ছে, ওদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বলপ্রয়োগ করে নয়, বুঝিয়ে যাতে ওদেরকে হল থেকে বের করা যায়। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশ মোতায়েন করা হয়। এর আগে শিক্ষার্থীরা বলেন, ইতোমধ্যে আমরা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। আর যেহেতু আমরা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি সেহেতু উনার আন্ডারে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত আসবে স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছি না। উনি আমাদের ১৮ ফেব্রুয়ারি প্রায় তিন ঘণ্টা একপ্রকার যুদ্ধের মুখে ঠেলে দিয়েছিলেন। তার দায়িত্বহীনতার কারণে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়। জানা যায়, সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং বুধবার সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তারা পাল্টা কুয়েট ভিসিকে সকাল ১০টার মধ্যে বাসভবন ত্যাগ করার অনুরোধ জানান। এ নিয়ে রাতে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের পর থেকে কুয়েটে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের পর থেকে ভিসি, প্রো-ভিসির অপসারণসহ ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
শিরোনাম
- লাঙ্গলবন্দের স্নান ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
- চিরচেনা কার্তিককে দেখা গেল অন্যরূপে
- বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই ভাইকে কুপিয়ে জখম
- মুন্সিগঞ্জে মানবদেহের খন্ডিত অংশের সন্ধান
- প্রেমা নেই, শেষ হয়ে গেল পুরো পরিবার
- শুল্ক বৃদ্ধি ‘দুর্বল ও দরিদ্রদের ক্ষতি করে’: জাতিসংঘ
- সিঙ্গাপুরে ডেঙ্গু দমনের প্রধান হাতিয়ার ‘ওলবাকিয়া’
- বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ
- পিঁয়াজ নিয়ে হতাশ মানিকগঞ্জের কৃষকরা
- ম্যান সিটি ছাড়ছেন ডি ব্রুইনা
- মাথায় গুলি নিয়ে চলে গেল জুলাই আন্দোলনের যোদ্ধা হৃদয়
- কবে মাঠে ফিরছেন বুমরাহ?
- ফের চেন্নাইয়ের অধিনায়কত্ব সামলাতে পারেন ধোনি
- শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ
- পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলো স্ত্রী
- জেলেনস্কির নিজ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত
- সদরঘাটে রাজধানীমুখী মানুষের ঢল
- দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছেন মানুষ
- ঐশ্বরিয়া ছেলের বউ, নিজের মেয়ে নয়; কেন বলেছিলেন জয়া বচ্চন?
কুয়েটে ক্যাম্পাস ত্যাগ শিক্ষার্থীদের
হলে ইন্টারনেট ও পানি বন্ধের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর