মৌলভীবাজারের কুলাউড়ায় ‘আলোক বর্তিকা’ নামক ম্যাগাজিনের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে শহরস্থ জেলা পরিষদের অডিটোরিয়ামে ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও অধ্যক্ষ মোহাম্মদ মাশুক।
শিক্ষক সিতাব আলী ও আবজল হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের লিডিং ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, কুলাউড়াসহ ভূকশিমইলকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন অধ্যক্ষ মোহাম্মদ মাসুক।
আলোক বর্তিকা প্রকাশনার উদ্যোগ নেওয়ার জন্য অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মাশুককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাঁর এই উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। বর্তমান প্রজম্ম এখান থেকে উৎসাহিত হবে এবং প্রেরণা পাবে।
সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের বিশেষ সহকারী মো. সালাহ উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, জুড়ী টিএন খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ আহমদ, ভূকশিমইল দারুল উলূম আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ এম বদরুল হক, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম জামান, জুড়ী উপজেলা বিএনপির আহবায়ক ডা. মোস্তাকিম আহমদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা মো. মোসলেহ উদ্দিন আহমদ ও মতিউর রহমান, সমাজসেবক আবজাল হোসেন সাঈদ, প্রধান শিক্ষক ফখর উদ্দিন ও নুরুল ইসলাম, আব্দুল মুহিত, প্রভাষক খালিক উদ্দিন, অ্যাডভোকেট আব্দুছ সালাম মিন্টু, এক্সিম ব্যাংকের এফএভিপি ফয়েজ আহমদ, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুল মুহিত, জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ফেরদৌস মিয়া, রুপালী ব্যাংকের ব্যবস্থাপক আনিসুর রহমান, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার জাহাঙ্গীর হোসেন, শিক্ষার্থী মাহফুজা জান্নাত মিম।
অনুষ্ঠানে ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাশেষে অতিথিরা ম্যাগাজিনের প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
বিডি প্রতিদিন/জামশেদ