সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।
আজ শনিবার দুপুরে মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরান আহমদ কামাল বলেন, “নামাজের আগে বয়ান পেশ করবেন নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান এবং ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন আহমদ।”
তিনি বলেন, “ঈদের প্রধান জামাত উপলক্ষে প্রস্তুত করা হয়েছে ঈদগাহ ময়দানটি।” এ ছাড়া নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে বলে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুকতাবিস উন নূর জানান।
তিনি বলেন, প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন ওই মসজিদের ইমাম ও খতিব সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।
দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা হোসাইন আহমদ।
এ ছাড়া সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআনের উদ্যোগে ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনটির সিলেটের সভাপতি মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক।
একই সংগঠনের সিলেটের সাধারণ সম্পাদক মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ বলেন, জামাতে ইমামতি করবেন মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।
জামাতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে। এছাড়া নগরীর পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বলে মাঠ কর্তৃপক্ষ জানিয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ