সিলেটের বিশ্বনাথে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে নিয়ে যাওয়ার অভিযোগে এক এক্সেভেটর চালককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চালকের নাম তোফাজ্জল হোসেন (২৫)। তিনি হবিগঞ্জের বানিয়াচং এলাকার বাসিন্দা।
বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার অলংকারি ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।
সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি এক্সেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে ড্রাম ট্রাকে করে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে অর্থদণ্ড দেয়া হয়।
সুনন্দা রায় বলেন, কৃষি জমির সুরক্ষায় জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসেবে অভিযান চালিয়ে মাটি ব্যবস্থাপনা ও বালুমহাল আইনে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ