শেরপুরে জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (৩০ মার্চ) বিকেলে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ওইসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।
ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মাসুদ।
এ সময় তার সাথে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মো. জাহিদুল হক আধার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার, সাবেক ছাত্রদল নেতা এ্যাডভোকেট সায়েম বাবু, যুবদল নেতা আবুল কাশেম, লালন মোল্লাসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রবিবার বিকেলে শেরপুর সদর উপজেলার অসহায় ও হতদরিদ্র ৬শ মানুষের মাঝে ঈদসামগ্রী হিসেবে সেমাই, চিনি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ