আর্জেন্টিনার তারকা ফুটবলার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি যোগ দেওয়ার পর ইন্টার মায়ামির অনেক কিছুই বদলে গেছে। মাঠের পারফরম্যান্সের উন্নতির পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে ক্লাবের আয় ও সেই সঙ্গে সামগ্রিক আরও অনেক কিছু। তবে এবারও মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে দামি দল হতে পারেনি তারা।
বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস সম্প্রতি যে বার্ষিক তালিকা প্রকাশ করেছে, সেটা অনুযায়ী এবারও এমএলএসের সবচেয়ে দাবি ক্লাব লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাব। এই ক্লাবের মূল্য ১২৫ কোটি মার্কিন ডলার।
সবগুলোর ক্লাবের গড় মূল্যের চেয়ে লস অ্যাঞ্জেলসের মূল্য প্রায় দ্বিগুণ। এমএলএসের ২৯ দলের গড় মূল্য ৬৯ কোটি ডলার। লস অ্যাঞ্জেলসের মূল্য বেড়েছে এবার চার শতাংশ। শতাংশের হারে অবশ্য মূল্য অনেক বেশি বেড়েছে মায়ামির। গত বছরের চেয়ে এবার তাদের উন্নতি হয়েছে ১৭ শতাংশ। তবে এখনও লস অ্যাঞ্জেলসকে ছুঁতে পারেনি তারা। মেসির ক্লাবের মূল্য এখন ১২০ কোটি ডলার।
২০২৩ সালের জুলাইয়ে মেসি যোগ দেওয়ার পর থেকে একরকম বিপ্লব হয়ে যায় মায়ামিতে। একের পর এক স্পন্সর পেতে থাকে তারা মোটা অঙ্কের। স্পন্সরশিপ থেকে আয় হয় রেকর্ডসংখ্যক। ক্লাবের দর্শক সমর্থন বেড়ে যায় বহুগুণে। ক্লাবকে ঘিরে সামগ্রিক আগ্রহও বেড়ে যায় তুমুলভাবে। সবকিছুরই ইতিবাচক প্রভাব পড়েছে ক্লাবের সার্বিক মূল্যমানে। ২০২২ সালে যা ছিল, এখন মায়ামির মূল্য দ্বিগুণ।
গত বছর মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমে রেকর্ড ৭৪ পয়েন্ট অর্জন করে প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড জয় করে মায়ামি। সেরা ফুটবলারের স্বীকৃতি পান মেসি। পরে প্লে-অফ থেকে অবশ্য প্রথম রাউন্ডেই ছিটকে পড়ে তারা। মেসি ছাড়াও তার সাবেক বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা, সের্হিও বুসকেতস ও লুইস সুয়ারেস এখন খেলছেন মায়ামিতে। নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন তাদের আরেক সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো।
এমএলএস কাপের বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির মূল্য ১০০ কোটি ডলার, আটলান্টা ইউনাইটেড ফুটবল ক্লাবের ৯৭ কোটি ৫০ লাখ ডলার ও নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাবের মূল্য ৮৭ কোটি ৭৫ লাখ ডলার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ