পবিত্র ঈদুল ফিতরের দিন ঢাকায় জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, বিচারপতি, সরকারের সচিব, ঢাকায় কর্মরত মুসলিম বিশ্বের কূটনীতিকসহ নগরবাসী এই ঈদ জামাতে অংশ নেবেন। ঈদ জামাতের প্যান্ডেলের ভিতর ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। তবে কোনো কারণে আবহাওয়া খারাপ হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের পূর্বঘোষিত সূচি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর এক ঘণ্টা পর পর একটি করে জামাত হবে। তবে শেষ জামাত অনুষ্ঠিত হবে পৌনে ১১টায়।
গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া হাই কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন শেষে জানান, জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবেন পুলিশ, র?্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।
বাণিজ্যমেলার মাঠে ঈদ জামাত : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবার প্রথমবারের মতো ঈদুল ফিতর উপলক্ষে পুরানো বাণিজ্যমেলার মাঠে ঈদ জামাতের আয়োজন করেছে।
সেখানেও সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান সাংবাদিকদের জানান, পুরানো বাণিজ্যমেলার মাঠে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে ১০ হাজার মানুষের অংশগ্রহণের জন্য প্যান্ডেল প্রস্তুত করা হচ্ছে। নারীদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা করা হচ্ছে। অজু করার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।
ঈদ আনন্দ মেলা : ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ঈদ জামাতের পর ঈদ আনন্দ মিছিল শুরু হবে। ঈদ আনন্দ মিছিলে ঘোড়ার গাড়ি, ১৫টি সুসজ্জিত স্কোয়াড ঘোড়া, পাঁচটি মুঘল ও সুলতানি আমলের ইতিহাস সংবলিত পাপেট, ১০টি ব্যান্ড পার্টি, ১৫০টি ঈদ শুভেচ্ছা ও সচেতনতা বার্তা সংবলিত প্ল্যাকার্ড, ১ হাজার বাচ্চার খেলার সামগ্রী (সংখ্যা আরও বাড়তে পারে, কমবে না)। এ ছাড়া ঈদ মেলা অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী। প্রায় ১০০টি স্টল থাকবে। নাগরদোলা ও শিশুদের জন্য অন্যান্য খেলার সামগ্রী থাকবে।
এ ছাড়া রাজধানীর খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ মাঠে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া ৮টায়। গাজীপুরের পূবাইল মীরের বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
শোলাকিয়া ঈদগাহ : এ ছাড়া দেশের প্রাচীনতম কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। গতকাল দুপুর ১টায় মাঠটি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের ডিসি ফৌজিয়া খান। তিনি বলেন, এ ঈদ জামাত পরিচালনা করবেন বড়বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ।