বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪২) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন নাইক্ষ্যংছড়ির চাকঢালা বিওপির ওপারে মিয়ানমারের অভ্যন্তরে এ স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাকড়ি খুঁজতে মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে যান মোহাম্মদ সালাম। এ সময় আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে কবলে পড়েন তিনি। এতে তার বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত মোহাম্মদ সালাম নাইক্ষ্যংছড়ির চাকঢালা চেরার মাঠ এলাকার বাসিন্দা।