বিপুল পরিমাণ জালনোট জব্দসহ প্রস্তুতকারী চক্রের একজনকে আটক করেছে র্যাব। রুবেল বিশ্বাস (৩২) নামে ওই ব্যক্তিকে শুক্রবার রাজধানীর মালিবাগ থেকে আটক করা হয়।
র্যাব-৩-এর সিনিয়র সহকারী পরিচালক সনদ বড়ুয়া গতকাল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুবেল বিশ্বাসকে আটক করে তাঁদের একটি দল। এ সময় ১ লাখ ৯ হাজার জালনোট জব্দ করা হয়। চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের জালনোট প্রস্তুত করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।