আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। শেষ সময়ে বিভিন্ন ব্র্যান্ডের মেহেদি, লিপস্টিক, বডি স্প্রে, নেইলপলিশ, কাজল, আইলাইনার, আই-শ্যাডো, ফাউন্ডেশন, ফেসওয়াশ, উপটান, মাশকারা, ফেস পাউডার, ব্লাশনসহ বিভিন্ন মেকআপ সামগ্রীর কেনাবিক্রিতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। রোজার মাসের মাঝামাঝি সময় থেকেই কেনাকাটার দৌড়ে ক্লান্তিহীন ছুটছে নগরবাসী। নতুন পোশাকের পর এখন ভিড় জুতা, গহনা ও কসমেটিকসের দোকানগুলোতে। শপিংমলের পাশাপাশি ফুটপাতে ও ভ্রাম্যমাণ প্রসাধনীর দোকানে দোকানে মানুষের ভিড় লক্ষণীয়। গতকাল রাজধানীর বসুন্ধরা সিটি, তাঁতীবাজার, বায়তুল মোকাররম জুয়েলারি মার্কেট, নিউমার্কেট, চাঁদনী চক মার্কেট ঘুরে দেখা যায় এমন চিত্র। ক্রেতা টানতে দোকানিরা বাহারি রঙের নানা ডিজাইনের কাঠের পুঁতি, কাচের পুঁতি, বিভিন্ন মেটাল ও বড় বড় রঙিন পাথরের তৈরি ইমিটেশনের গহনা, সিলভার ও গোল্ডেন অ্যান্টিক গহনার পসরা সাজিয়ে রেখেছেন। ঈদের দিন নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে গহনা পরতে পছন্দ করেন নারীরা।
ল্যাবএইড হাসপাতালের ডাক্তার মিম রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের ব্যস্ততায় সাজার সময় নেই। তারপরেও ঈদে নিজেকে একটু আলাদা করে সাজাতে চাই। তাই কিছু গহনা কিনতে এলাম। ঝুমকায় সিলভার, গোল্ডেন ও অ্যান্টিক গহনাই আমার পছন্দ। বসুন্ধরা সিটিতে ঈদ উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মেকআপ সামগ্রীর বিক্রি বেড়েছে বলে জানান বিক্রেতারা। লিপস্টিক, কাজল, আইলাইনারসহ নানা প্রসাধন পণ্যের খোঁজে দোকানগুলোতে ভিড় করতে দেখা যায় তরুণীদের। তবে মেহেদির চাহিদা সবচেয়ে বেশি বলে জানান বিক্রেতারা। মালিবাগের মৌচাক মার্কেটে কসমেটিকস ও গহনা কিনতে আসা নিশাত তাসনিম বলেন, এখন আর কেউ ভারী গহনা পরে না। হালকা ডিজাইনের গহনাই ড্রেসের সঙ্গে মানানসই করে পরতে আরাম এবং সুন্দর। এ ছাড়াও লিপস্টিক, বডি স্প্রে, নেইল পলিশ এসব টুকিটাকি কিনতে এসেছি। নিউমার্কেটে ইমিটেশনের গহনা, সিলভার ও গোল্ডেন অ্যান্টিক গহনা বিক্রয়কর্মী তাহসীব বলেন, যখন জামাকাপড় কেনা শেষ হয়ে যায় তখন মানুষ আমাদের দোকানে আসেন। এবার আলহামদুলিল্লাহ বিক্রি চমৎকার। পাশেই চাঁদনী চক মার্কেটে ভিড় ছিল চোখে পড়ার মতো। পোশাকের সঙ্গে মিলিয়ে ইমিটেশনের গহনা কিনতে এখানে ভিড় করছেন তরুণীরা। এবার ঈদবাজারে জুতা-স্যান্ডেল, লোফার, কেডস, রানিং সু সবকিছুতেই নকশা বা রঙের চমৎকারিত্বের চেষ্টা লক্ষ করা যাচ্ছে। পোশাকের সঙ্গে মিল রেখে ক্রেতারা বেছে নিচ্ছে বিভিন্ন জুতা-স্যান্ডেল। ক্রেতাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে পায়ের আরামের বিষয়টিও। শেষ সময়ে জুতা কিনতে উপচে পড়া ভিড় দেখা গেছে রাজধানীর নিউমার্কেট এলাকা ও এলিফ্যান্ট রোডের জুতা-স্যান্ডেলের বিপণিগুলোতে। এর মধ্যে রয়েছে এলিফ্যান্ট রোডের ভিআইপি শপিং সেন্টার, সিটি সুপার মার্কেট, জিন্নাত ম্যানশন, সিদ্দিকী প্লাজা, হাই ম্যানশন, ইউসুফ ম্যানশন, জাহানারা ভবন, আমেনা ভবন, গফুর ম্যানশন মার্কেটসহ বেশ কয়েকটা মার্কেটের বাটা, বে, ওরিয়ন, লোটো, এপেক্স, স্পেরো থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি নন-ব্র্যান্ডের দোকানগুলো।