রাজধানীতে পৃথক অভিযানে সাতটি মামলার আসামি ব্রিফকেস হান্নানসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মতিঝিল থানা পুলিশ জানায়, বুধবার দুপুরে মতিঝিল বাণিজ্যিক এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ৯ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে ৭টি মামলার আসামি মো. হান্নান ওরফে ব্রিফকেস হান্নান ওরফে রবিন ওরফে হান্নু ওরফে রফিকুল ওরফে মান্নান ওরফে পিন্টুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর, গেন্ডারিয়া, কোতোয়ালি ও পল্টন থানাসহ জামালপুর ও ঢাকার কেরানীগঞ্জে ছিনতাই, চুরি, অস্ত্র ও মাদকের সাতটি মামলা রয়েছে। পুলিশ বলছে, মিজানুর রহমান নামে এক ব্যক্তি শাপলা চত্বরের এলিট এভিয়েশনের অফিস থেকে ৯ লাখ টাকার একটি ব্যাগে নিয়ে পার্শ্ববর্তী ইস্টার্ন ব্যাংক শাখায় জমা দেওয়ার জন্য পায়ে হেঁটে রওনা করেন। তিনি মতিঝিল আইএফআইসি ইসলামী ব্যাংক শাখার সামনে এলে আগে থেকেই ওত পেতে থাকা দুই ছিনতাইকারী তার কাঁধের ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে মতিঝিল থানার টহলরত পুলিশ দ্রুত এগিয়ে এলে ছিনতাইকারী দুজন দৌড়ে পালানোর চেষ্টা করে। টহল পুলিশ তাদের ধাওয়া করে মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডের হোটেল ডি-বাদশা অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়। অন্য ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। এদিকে, পল্লবী থানা পুলিশ জানায়, পল্লবীতে ছিনতাইয়ের ঘটনায় তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. নাঈম ওরফে ওমর, মো. রাব্বি ও মো. রাসেল। বুধবার রাতে পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা পল্লবী এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত। পুলিশ বলছে, ১৪ জানুয়ারি সন্ধ্যায় পল্লবীর পূরবী সিনেমা হলের বিপরীত পাশে ইসলামী ব্যাংকের সামনে থেকে একরামুল ইসলামের ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনতাই করার সময় রমজান আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ২/৩ জন পালিয়ে যায়। এ ঘটনায় তিনি পল্লবী থানায় একটি ছিনতাইয়ের মামলা করেন। গ্রেপ্তার রমজানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
শিরোনাম
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- ঈদের পঞ্চম দিনেও ‘দাগি’-‘জংলি’র দাপট অব্যাহত, আয় কত?
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
- লাশের গন্ধে ভারী মিয়ানমারের সাগাইংয়ের বাতাস
- এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)
- ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তান সেনা কমান্ডারদের অকুণ্ঠ সমর্থন
- থানা থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না তরুণের
- পদ্মা নদীতে বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
- অতিরিক্ত গরম ও হিটস্ট্রোক
- সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, আতঙ্কে ইউক্রেনীয়রা
ধরা পড়ছে ছিনতাইকারী
ওরা সবাই পেশাদার গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর