আধুনিক মালয়েশিয়ার সৌন্দর্যের বর্ণনা বলে বা লিখে শেষ করা যাবে না কখনও। পাহাড় আর সাগরবেষ্টিত দেশটিতে দ্বীপের সংখ্যা বেশ কয়েকটি। যেগুলো কাছ থেকে দেখেই প্রেমে পড়ে যান যে কেউই। তার মাঝে অন্যতম একটি মালয়েশিয়ার পেরাক রাজ্যের ছোট্ট একটি প্রবাল দ্বীপ পাংকর আইল্যান্ড।
মালয়েশিয়া প্রবাসীদের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশটির দর্শনীয় স্থান ভ্রমণ। স্বজনহীন প্রবাসে সহকর্মী ও বন্ধুদের নিয়ে এসব স্থান ভ্রমণে যান প্রবাসীরা।
রাজধানী কুয়ালালামপুর থেকে ২৪৫ কিলোমিটার দূরে পেরাক রাজ্যের অনিন্দ সুন্দর এক দ্বীপ পাংকর। এখানকার রুপ আর সৌন্দর্য অবর্ণনীয়। পুরো দ্বীপজুড়ে সবুজের ছড়াছড়ি। এরই মাঝে পাহাড় আর সমুদ্রের অসাধারণ মিতালি।
১৮ বর্গ কিলোমিটারের দ্বীপটিতে জনসংখ্যা মাত্র ২৫ হাজার। এখানকার স্থানীয় নাগরিকরা খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত, যাদের বেশিরভাগই জীবন এবং জীবিকা নির্বাহ করে, মাছ ধরে ও বিক্রি করে।
পাংকরের রয়েছে নিজস্ব ইতিহাস আর ঐহিত্য। ডাচদের রেখে যাওয়া ঐহিত্য কিংবা ভাসমান মসজিদের অসাধারণ স্থাপত্যশৈলী যে কারো নজর কাড়বে।
নৌকা, স্পিডবোট অথবা শিপে করে দ্বীপ ভ্রমণের রয়েছে বিভিন্ন প্যাকেজ। তেলুক নিপা সী-বিচ থেকে গিয়াম, মেন্তাগোর ও সিম্পানসহ কয়েকটি উপদ্বীপে যাওয়ার সুযোগও রয়েছে। স্বচ্ছ পানির এসব দ্বীপে কোরাল উপভোগ করতে পারেন দর্শনার্থীরা।
বিডি প্রতিদিন/এমআই